সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সোনারগাঁ রয়্যাল রিসোর্টে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব অধ্যাপক মোঃ রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আল মুজাহিদ মল্লিক। উক্ত দোয়া মাহফিলে সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খতিব আলেম ওলাময়সহ মাদ্রাসা এতিম খানায় অধ্যায়নত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলেম ওলাময়দের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
