নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ক্রিকেটার মমিন উল্লাহ ডেভিড এর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে নাসিক ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন খান এর সভাপতিত্বে এবং শহীদ নগর, আল-আমীন নগর এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর আলম জনি ও নুরুজ্জামান। ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন খান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মরহুমের ভাই সাহেব উল্লাহ রোমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, সদস্য গোলাম মোস্তফা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জুলহাস আহমেদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল-আরিফ, সহ-সভাপতি শাহিন মাদবর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, পারভেজ হোসেন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
