আজ শনিবার সকালে ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নে হানাদার পাক বাহিনীর হাতে গণহত্যার শিকার ১৩৯ জন নিরীহ গ্রামবাসী শহিদ হন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর নির্দেশনায়
অন্যান্য বছরের ন্যায় এ বছরও শহিদদের স্মরণে বধ্যভূমিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহিদদের রূহের মাগফিরাত কামনা সহ তাদের পরিবার ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি বধ্যভূমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ, উন্নয়ন ও যোগাযোগ সহজিকরণে উপস্থিত গ্রামবাসীদের মতামত নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এর সদস্য সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
