ঝিনাইদহের মহেশপুর থানার পলাতক সংঘবদ্ধ ছিনতাই চক্রে দলের ২ জন আসামীকে রাজবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১ টা ৫০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প, উক্ত জেলার মহেশপুর থানার মামলা নং ২৫ তারিখ ১৩/১১/২৫ ধারা ৩৯৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি মৃত নজরুল শেখের ছেলে মোঃ জনি শেখ (২৫) এবং ফরহাদ হোসেনের ছেলে মোঃ লিয়ন (২২), উভয় সাং উপজেলার পুরুন্দপুর এবং শংকর হুদা গ্রামে। আসামী ২ জন ঝিনাইদহ জেলার সংঘবদ্ধ ছিনতাই চক্র দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, দস্যুতা ও ডাকাতি করে বলে জানা যায়। গত ১২/১১/২৫ রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জীবননগর টু কালীগঞ্জ রোডে ভ্যান ছিনতাই করার সময় পালিয়ে যায় এবং অপর দুইজন ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়ার পরে মহেশপুর থানায় মামলা রুজু হয়। তখন থেকে এই দুই আসামী এলাকা থেকে পলাতক থাকে। বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ ও র্যাব মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করে এবং র্যাব-৬ ঝিনাইদহ জেলা ক্যাম্প রাজবাড়ি জেলার র্যাব এর সহায়তায় রোববার (৩০ নভেম্বর) রাতে র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়। পরে মহেশপুর থানা পুলিশ গোয়ালন্দ থেকে ২ জন আসামীকে মহেশপুর থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এনএন পাম্পের কাছে জীবননগর কালীগঞ্জ পাকা সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে ওই ঘটনা তারা সক্রিয় সদস্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
