ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ১, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস-এর আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা ও নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। আলোচনা সভায় নারায়ণগঞ্জ কলেজ এর শিক্ষকবৃন্দ ও ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন জেলার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্খা বাস্তবায়নে বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি তরুণদের চাকরি পিছনে না দৌড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। মোঃ আলমগীর হোসাইন বলেন,দেশ বদলাতে তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ ও অব্যাহত প্রচেষ্টা। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। তাদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবল আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি। আজকের তরুণদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তিনি আরো বলেন, আমাদের সকলকে উদ্যোক্তা হতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: