দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার, ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম ) জনাব সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ। জনাব মোঃ হাসানুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা (রেজিঃ)। মোঃ জাহাঙ্গীর হোসেন সহকারী পরিচালক যুব উন্নয়ন ঝিনাইদহ।
স্বাগত বক্তব্য রাখেন জনাব আশরাফ উদ্দীন আহম্মেদ, নির্বাহী পরিচালক, রিকো, ঝিনাইদহ। বিএনএফ এর অবস্থান পত্র উপস্থাপন করেন জনাব মোঃ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, এসডাপ, ঝিনাইদহ।
বক্তব্য রাখেন, জনাব মোঃ আব্দুর রহমান, নির্বাহী প্রধান, আরডিসি, ঝিনাইদহ। জনাব এম শাহজাহান আলী, নির্বাহী পরিচালক, ফেমাস, ঝিনাইদহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, নির্বাহী পরিচালক, সেভ-ঝিনাইদহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার ২৬ টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক বৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
