বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাঃগঞ্জ মহানগর মেকানিক শ্রমিকদলের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বাদ এশা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর মেকানিক শ্রমিকদলের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও নাঃগঞ্জ জেলা শহর শাখা মেকানিক ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা কেএম মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় জোসেফ বলেন, জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে বিগত ফ্যাসিস্ট সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর সুস্থতা ও মুক্তির মধ্য দিয়েই বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে। মেকানিক শ্রমিকদল আপনাদের মতো পরিশ্রমী এবং আন্তরিক মানুষের দোয়া ও ভালোবাসাই খালেদা জিয়ার শক্তি। আপনারা দেশের অর্থনীতির অদৃশ্য নায়ক,নিজেদের শ্রম দিয়ে যানবাহন সচল রাখেন, আর এই দেশকে এগিয়ে নিয়ে যান। আজ আপনাদের এই দোয়া মাহফিল প্রমাণ করে, জনগণ এখনও নির্যাতিত গণতন্ত্রকে বাঁচাতে ঐক্যবদ্ধ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক ইউনিয়ন (২৫৮৪) সভাপতি মোঃ সেলিম, মহানগর শ্রমিকদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বিল্লাল হোসেন, মেকানিক শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক শেখ, সহ-সভাপতি লিটন, প্রচার সম্পাদক কুদ্দুস, সবুজ হেসেন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
