বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সদর থানা যুবদলের উদ্যোগে হালকায়ে জিকির, মিলাদ মাহফিলসহ দোয়া করা হয়।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকায় ১৩ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ জসিম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় জোসেফ বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক। তাঁর সুস্থতা পুরো দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। জাতির এই ক্রান্তিকালে দেশনেত্রীর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করি। আমাদের শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন দ্রুত তার স্বাস্থ্য ও শক্তি ফিরিয়ে দেন, সুস্থতা দান করেন, এবং আবারও দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে তাকে সক্ষম করেন। যুবদলের একজন কর্মী হিসেবে আমরা সবসময় নেত্রীর পাশে ছিলাম, আছি এবং থাকব। দেশের গণতন্ত্র রক্ষার এই কঠিন সময়ে নেত্রীর সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, আবু কাউছার সুজন, কাজল, হারুন, ১৩ নং ওয়ার্ড যুবদল নেতা সাগর, আলমিন, সেন্টু, রায়হান, লোকমান প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
