ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি পদক পেলেন সোনারগাঁয়ের আলিফ মাহমুদ

সোনারগাঁ সংবাদদাতা
ডিসেম্বর ৭, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান আলিফ মাহমুদ। শনিবার রাজধানীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। আলিফ মাহমুদের হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেন অতিথিরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক,প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার,উপ–প্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ,কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পদক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আলিফ মাহমুদ বলেন, ‘পাঁচ বছরের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অপেক্ষার পরে আজ এই স্বীকৃতি। জাতীয় পর্যায়ে নিজের পরিচয় তৈরি করা সহজ ছিল না, তবে আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। সবাই দোয়া করবেন যেন আদর্শ মানুষ ও আদর্শ স্কাউট হিসেবে দেশের সেবা করে যেতে পারি।’ আলিফ মাহমুদের এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: