বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাশি সাদকা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে শহরের আমলাপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি নেতা হানিফ সরদার ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নুরুল ইসলাম সরদারের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে খাশি সাদকা করে গোশত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা হানিফ সরদার ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি মো. সোহেল, কৃষকদল নেতা মো. মাহবুব হোসেন, শ্রমিক দল নেতা মো. বিপ্লব, কৃষকদল নেতা মো. সেলিম, পলাশ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা জাতির দাবিতে পরিণত হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছে। একইভাবে নুরুল ইসলাম সরদারের সুস্থতাও আমাদের সবার প্রত্যাশা। অনুষ্ঠানে এলাকায় মানবিক সহায়তার নব উদাহরণ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্তুষ্টির ছাপ দেখা যায়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
