আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কবি কাজী আনিসুল হকের সভাপতিত্বে সভায় সর্বসম্মতি ক্রমে ‘আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ’ ঘোষণা করা হয়। সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজু, আহবায়ক কবি ফরিদুল মাইয়ান, যুগ্ম আহবায়ক কবি মোহাম্মদ আল মনির, কবি বাপ্পি সাহা এবং সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ – এর নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদুল মাইয়ান, মোঃ শফিকুল ইসলাম আরজু, এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ, সোনিয়া দেওয়ান প্রীতি, সাদ্দাম মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদীন জয়, এস.এ.বিপ্লব, ইকবাল হোসেন রোমেছ, মিথুন খান, সাথী আক্তার, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় একইস্থানে প্রস্তুতি সভার ঘোষণা করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
