ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক গ্যাস সংকটে নারায়ণগঞ্জবাসীর পক্ষে মহানগর জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকায় গ্যাসের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী জানান- দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় গ্যাস নাই বললেই চলে। গ্যাসের কারণে আমাদের বাসা বাড়িতে রান্নাবান্নার কাজ ও দৈনন্দিন বাসা বাড়িতে মা-বোনেরা কষ্টকর জীবন যাপন ও কোমলমতি শিশুদের পড়াশোনা সহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ভুক্তভোগী এনায়েততুল্লাহ নামে একজন বলেন, আমরা কয়েকবছর ধরে গ্যাসের বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। এই অভিযোগ নিয়ে আসছিলাম। আশা করি আমরা গ্যাস পাবো। আমরা নাগরিক অধিকার যেন পাই। এলাকাবাসীর পক্ষে মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকাবাসী তিন বছর ধরে গ্যাস পাচ্ছে না। এলাকাবাসী বিল দিয়েও সেবা পাচ্ছে না। আমরা যেহেতু জনগণ নিয়ে কাজ করি। তাই জনগণের দাবী নিয়ে এসেছি। উপমহাব্যবস্থাপক আমাদের কথা মনযোগ দিয়ে শুনেছেন। তিনি সমস্যা চিহ্নিত করে এটার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেছি, আমরা বলেছি অবৈধ গ্যাস সংযোগ দেয়ার ব্যাপারে এখানের অনেক কর্মকর্তারা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকে। এটা আমরা জানি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যায় না। তারা এটাকে কৌশলে কাজে লাগিয়ে মানুষকে জিম্মি করে টাকা নেয়। নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত করতে হবে। এটা করতে না পারলে বাংলাদেশের শান্তি নিরাপত্তা উন্নতি অভাব অভিযোগ শেষ হবে না। শুধু গ্যাস অফিস নয় ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত দুর্নীতিতে ভরে আছে। যার যার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করলে জনগণের সেবা তারা দিতে পারবে। নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, আমরা বিষয়টি দেখবো। আমাদের চাহিদা অনেক। চাহিদা বেশি থাকার কারণে অনেকেই গ্যাস পাচ্ছে না। সেই সাথে আমাদের কোনো লোক যদি অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজ কল্যান বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক মাহাবুব আলম, শিক্ষাবিদ মো জাহিদুল ইসলাম, জামায়াত নেতা জসিম, ফরহাদ সহ সংশ্লিষ্ট এলাকার ভোক্তভোগীরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: