নারায়ণগঞ্জ মুসলিম একাডেমির উদ্যোগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সিনিয়র আইনজীবী ড. তৈমুর আলম খন্দকার–এর আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জের মসদাইর বাজারস্থ মুসলিম একাডেমি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুসলিম একাডেমির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ পাঠ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ড. তৈমুর আলম খন্দকারের দ্রুত সুস্থতা কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন। আয়োজকরা জানান, সমাজ ও দেশের কল্যাণে তার দীর্ঘদিনের অবদান অনস্বীকার্য। তার রোগমুক্তির জন্য এই সম্মিলিত প্রার্থনা সকলের পক্ষ থেকেই একটি মানবিক উদ্যোগ। এ সময়ে উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমীর সভাপতি আলহাজ মোহাম্মদ আলী ভূইয়া, আলহাজ্ব আবু সিদ্দিক ভূইয়া, জনাব মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, আলহাজ মোঃ নুরুল ইসলাম খান, মাকছুদুল আলম খন্দকার, খসরু নোমান, শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, মোঃ আব্দুল হালিম, শাহ্ আলম ভূইয়া, মোঃ রবিউল আলম খান (ররু),নাজমুল কবির নাহিদ, মোঃ মনির হোসেন খাঁন, ডাঃ মোঃ নূরুল হক, শাহজাহান আহম্মদ প্রধান, আলহাজ্ব গোলজার হোসেন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইয়াসির সুলতান প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
