ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রান্তিক মানুষের জীবনসংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা

সোনারগাঁ সংবাদদাতা
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কায় মনোনীত গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস আজ সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে দৃপ্ত ও জনমুখী হাটসভা পরিচালনা করেন।
হাটসভায় জননেতা অঞ্জন দাস বলেন, যে রাষ্ট্র বছরের পর বছর শ্রমিক, কৃষক, দিনমজুর, হাটের খেটে খাওয়া মানুষের রক্তঘাম চুষে খেয়ে মোটা হয়েছে, সেই রাষ্ট্র আজ তাদের ন্ন্যূতম মর্যাদা দিতে ব্যর্থ। মানুষের পকেট থেকে টাকা তুলে নেওয়ার জন্য একের পর এক কর, লুটপাট, সিন্ডিকেট সবই চলছে। আর যারা জনগণের নামে রাজনীতি করে, তারা জনগণের বাড়ির দরজায় এসে দাঁড়ায় কেবল ভোটের সময়। জনগণকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি বেয়ে যারা ধনসম্পদ বানিয়েছে, তাদের সেই রাজনীতি আমরা আর চলতে দেব না। যে দেশে প্রান্তিক মানুষ প্রতিদিনের বাজারে গিয়ে অপমান হন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম শুনে শ্বাস আটকে আসে, যেখানে শ্রমিক রাস্তায় লাশ হয়, যেখানে তরুণেরা কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরে সেই দেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর বিলাসী জীবন চলতেই থাকে। এই নোংরা বৈষম্য, এই লুটপাট, এই অন্যায় এবার শেষ করতে হবে। আমরা জনগণের পক্ষে দাঁড়াতে এসেছি, ন্যায় আদায় করতে এসেছি। তিনি আরও বলেন, মাথাল প্রতীক কেবল ভোটের চিহ্ন নয়; এটি সেই কৃষকের ইতিহাস, যে মাথায় মাথাল দিয়ে আগুন-বৃষ্টির মধ্যেও পরিবারকে বাঁচিয়েছে। এটি শ্রমিকের নিরাপত্তার প্রতীক, মেহনতি মানুষের বাঁচার প্রতীক। যাদের ঘামে এই দেশ দাঁড়িয়ে তাদের অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়া হবে এমন রাজনীতি আমরা কোনোদিন মানি না, মানব না। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে নারায়ণগঞ্জ-০৩ হবে জনগণের এলাকা, মাফিয়া-দুর্নীতিবাজ ও দলবাজদের স্বর্গ নয়। হাটসভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, সোনারগাঁও থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সম্পাদক মো: সোহাগ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলামসহ নেতাকর্মীরা। হাটসভার পুরো সময়জুড়ে স্থানীয় মানুষ অঞ্জন দাসের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং প্রান্তিক জনগণের সংকট সমাধানে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক অবস্থানকে স্বাগত জানান। দলীয় নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ-৩ এলাকার মানুষের যে বঞ্চনা, অবহেলা ও বৈষম্য দীর্ঘদিন ধরে চলেছে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে সেই অব্যবস্থার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: