পরিবেশ দূষণ আর সবুজের সংকটে বিপর্যস্ত নগরে মাত্র পাঁচ টাকায় গাছের চারা বিতরণে নতুন আগ্রহের সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। উদ্যোগটি নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নগরীর অনেকেই তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন।
বুধবার দুপুরে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্কে ৫ টাকার বৃক্ষমেলা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই বৃক্ষ মেলায় মাত্র পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। নগরের ঘনবসতি আর ক্রমবর্ধমান দূষণের মধ্যে এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনের সময় মেলার সামনে দেখা যায় মানুষের লম্বা লাইন। যেখানে পছন্দ মতো গাছের চারা কিনে নেন বৃক্ষপ্রেমীরা। কেউ ছাদবাগান, কেউ বাড়ির সামনে খালি জায়গায়, আবার কেউ বারান্দায় লাগানোর জন্য চারাগাছ হাতে নিয়ে যান। এ মেলার উদ্বোধনের সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, ভবিষ্যত প্রজন্মের যারা আছে তাদের জন্য যদি এই নগর তাদের বাসযোগ্য করে রেখে যেতে চাই, তাহলে আমাদের সবুজায়ন ছাড়া এগিয়ে নিতে পারবেন না। তিনি বলেন, আমরা শুধু বাস্তবটা দেখছি, ভবিষ্যত দেখছি না। আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যত। এই চেষ্টা ভবিষ্যতে সফল হয়ে দাঁড়াবে। এই শীতলক্ষ্যা নদী মৃত একটা নদীতে পরিণত হয়েছে। পরিবেশের উপর সকলের নজর দেওয়া উচিত। ক্রেতারা বলছেন, স্বল্পমূলের বিষয়টি তাদের গাছের চারা কিনতে উৎসাহ জুগিয়েছে। পরিবেশপ্রেমী তরুণরা বলেন, নারায়ণগঞ্জে শিল্প-কারখানা আর ধুলাবালির শহরে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। যা সবুজায়নের ক্ষেত্রে শহর আরো এগিয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ এবং ক্রেতারা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
