নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন ১৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিপরীতে বাইতুল ইজ্জত জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ওয়ার্ড যুবদলের নেতা-কর্মী, স্থানীয় অধিবাসী, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ অংশ নেন। ইমামের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু, এবং সকল রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া তার পরিবার, নেতা-কর্মী এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া অব্যাহত রাখা হবে এবং তার দ্রুত আরোগ্য কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা হাজী সাঈদ, আতিকুর রহমান সবুজ, ওসমান গনি, সাঈদ মুন্সি, এম এ মান্নান, মোঃ সুমন, মোঃ আলমগীর, কাউছার সুজন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
