ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা: নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে, এমন দাবি উচ্চারিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক(সুজন) আয়োজিত গোল টেবিল বৈঠকে।
আজ শনিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি কনভেশন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শিরোনামে এ বৈঠকে বক্তারা বলেন, মানুষ আগেও একাধিক নির্বাচন দেখেছে, এবার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান শাসন কাঠামোতে যা যা রয়েছে এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন। পুরোনো রাজনীতি দিয়ে সব কিছু করা সম্ভব নয়। নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দরকার। তাই সুষ্ঠু নির্বাচন শুধু ক্ষমতা বদলের বিষয় হলে পুরোনো ব্যবস্থা ফিরে আসবে, যা দেশের মানুষ প্রত্যাখান করেছে। সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে আলোচনা করেন, মানবাধিকার কর্মী ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সুজন কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জনাব তৌফিক জিল্লুর রহমান, পরিবেশ কর্মী তারিক বাবু,সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, কবি সাংবাদিক কাজল কানন, শারেফ আহামদ, শিক্ষক বেলাল হোসাইন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ সাখাওয়াত ভূইয়া,ফটো সাংবাদিক প্রণব কুমার রায়, সোনারগাঁও সুজনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ও আড়াইহাজার সুজনের সভাপতি জনাব মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজমান হোছাইন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইফতি প্রমুখ। সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া, মজিবুর রহমান, নয়নী রানী সাহা ও জিল্লুর রহমান প্রমুখ। দেশব্যাপী সুজন এই বৈঠক আয়োজন করছে। এর থেকে উচ্চারিত দাবিগুলো রাজনৈতিক দলগুলোর প্রতি তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: