১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও দোসর এবং চাঁদাবাজ শহীদকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ২ টায় শহরের গলাচিপা এলাকায় শহীদের নিজ বাসা হতে আটক করে পুলিশ।
জানা যায়,গত আওয়ামী লীগের সরকারের শাসনামলে শহীদ নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল ও নিরীহ লোকদের হয়রানি করে আসছিল। শামীম ওসমানের অন্যতম সেনানী শাহ নিজামের একনিষ্ঠ কর্মী হিসেবে শহরের গলাচিপা,দিগু বাবুর বাজারে চাদাঁবাজি,দখল,নিরীহ লোকদের হয়রানি করে আসছিল।
২০২৪ সালে জুলাই – আগষ্টে আওয়ামী লীগ সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে গন আন্দোলন শুরু হলে শহীদ দেশী বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।এ ঘটনায় থানায় মামলা হলে শহীদকে সদর মডেল থানা পুলিশ আটক করে কোর্টে সোপর্দ করে। শহীদ শহরের গলাচিপা এলাকার মৃত মানিক মিয়ার পুত্র।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
