ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদ

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, দল থেকে তার ওপর কোনো ধরনের চাপ, নির্দেশনা কিংবা হুমকি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে এবং সার্বিকভাবে একটি নেগেটিভ পরিবেশ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলত পরিবারের বিষয়টিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই মনোনয়ন ধরে রাখতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার অবস্থাকে তিনি ‘তীরে এসে তরী ডুবানোর’ সঙ্গে তুলনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া তার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য কাজ করা সম্ভব। নির্বাচনী প্রচারণার সময় তিনি বিষয়টি উপলব্ধি করেছেন এবং নিজের নির্বাচনী এলাকার বাইরেও মানুষের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে সংসদ সদস্য না হলেও অন্য যে কোনোভাবে তিনি মানুষের পাশে থাকবেন এবং সমাজের জন্য কাজ করে যাবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: