সারাদেশে সংবাদ পত্র ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কথনের উদ্যোগে আজ শনিবার কবি নজরুল পাঠাগারে প্রতিবাদী গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
হৃদুয়ান ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক। গানের পরিবেশনা করেন ছায়ানটের শিক্ষার্থী ও বহতা কুহক ব্যান্ডের শিল্পী আরিফুজ্জামান হাকিম।
আয়োজকরা বলেন, “প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং দেশের বিভিন্ন প্রান্তে বাউল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর হামলা, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের বাতিলকরণ, এবং শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা-ভাঙচুর করা হয়েছে।”
আসরে ধারাবাহিকভাবে রবিন্দ্র সংগীত, নজরুলগীতি ও লালন সংগীত পরিবেশন করা হয়। শেষ পর্যায়ে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি পরিবেশিত হয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
