আমলাপাড়া প্রেসিডেন্ট রোড এলাকায় ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের ০২ টি এসি’র আউট ডোর চুরি করিয়া নিয়া যাওয়ার সময় নিরাপত্তার কর্মী ও স্থানীয় লোকজন কর্তৃক আটক ইমন (৩২) ও মোসাঃ ইতি (২৮)। এছাড়াও আল আমিন (২৭)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ০২ টি এসি’র আউট ডোর নিয়ে পালিয়ে যায়।
জানাযায় , ইতিপূর্বেও একাধিকবার অত্র প্রতিষ্ঠানে এসি’র আউড ডোর ও এসি’র পাইপ চুরি হয়ে ঘটনারা সময় গতকাল ভোরে চুরি করে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনোয়ার । পরে তাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার কর্তৃপক্ষ।
এব্যপারে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার পরিচালক মোঃ কাওসার আহমেদ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, ইমন (৩২), পিতা- শহিদুল, মাতা- রুমা, সাং- মাসদাইর গুদারা ঘাট, জয়নাল বেপারী সড়ক, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, মোসাঃ ইতি (২৮), পিতা- মৃত নিয়াজ উদ্দিন, মাতা- হাসু বেগম, সাং- খানপুর মেইন রোড, থানা ও জেলা- নারায়ণগঞ্জ, আল আমিন (২৭), পিতা- অজ্ঞাত, সাং- উত্তর চাষাড়া চাঁনমাড়ী ছাড়াবাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি দীর্ঘদিন যাবৎ আমলাপাড়া প্রেসিডেন্ট রোড এলাকায় ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সহিত চিকিৎসা সেবা প্রদান করিয়া আসিতেছি। ইং ২১/১২/২০২৫ তারিখ ভোর অনুমান ০৬:০০ ঘটিকার সময় উল্লেখিত সকল বিবাদীগণ সংঘবদ্ধ ভাবে কৌশলে অত্র থানাধীন আমলাপাড়া প্রেসিডেন্ট রোডস্থ ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পূর্ব পার্শ্বে অবস্থিত ০২ (দুই)টি এসি’র আউট ডোর চুরি করিয়া নিয়া যাওয়ার সময় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনোয়ার (৪৮) ও স্থানীয় লোকজন ১ ও ২নং বিবাদীকে হাতেনাতে ধরতে সক্ষম হয় এবং ৩নং বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীরা কৌশলে ০২ (দুই)টি এসি’র আউট ডোর নিয়া পালাইয়া যায়। ইতিপূর্বেও একাধিকবার অত্র প্রতিষ্ঠানে এসি’র আউড ডোর ও এসি’র পাইপ চুরি হয়। পরবর্তীতে ১ ও ২নং বিবাদীকে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করিলে বিবাদীরা নানা ধরনের তালবাহানা ও অসংলগ্ন কথাবার্তা বলিতে শুরু করে এবং অজ্ঞাতনামা আসামীদের কোন তথ্য প্রদান করেন নাই। এমতাবস্থায় আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য বিবাদীদের কর্তব্যরত পুলিশ সদস্যদের হাতে সোপর্দ করি। ঘটনার সংক্রান্তে বিস্তারিত অবগত হইয়া ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
