শ্রমিক ছাঁটাই বন্ধ, জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। আজ রোববার সকালে শহরের থানাপুকুর এলাকায় সমাবেশ শেষে তারা বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন।
রাসেল গার্মেন্টসের শ্রমিক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি দুলাল সাহা, ইসলামী গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ফারুক হাওলাদার, দক্ষিণ মহানগরের সভাপতি শফিকুল ইসলাম, বন্দর থানা ২২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ অন্যান্যরা।
সমাবেশে শ্রমিকরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— গার্মেন্টসের প্রোডাকশন অফিসারকে বহিষ্কার, শ্রমিক ছাঁটাই বন্ধ, অভিযোগ থাকলে নোটিশ দেওয়ার সুযোগ, হঠাৎ বহিষ্কার বন্ধ, কোনো অপরাধে সাময়িক বরখাস্ত হলে জীবিকা ভাতা প্রদান, নিয়োগে নারী-পুরুষের সমান সুযোগ, বাৎসরিক ছুটির টাকা (১২ মাস) পে-স্লিপসহ জানুয়ারিতে পরিশোধ, উৎসব বোনাস ও বকেয়া পরিশোধ, এটিএম বুথের সার্ভিস চার্জ বন্ধ, ব্যক্তিগত ছুটি নিলে শাস্তি বা দুর্ব্যবহার বন্ধ, নারী শ্রমিকদের হয়রানি বন্ধ, গর্ভবতী শ্রমিকদের সব সুযোগ-সুবিধা ও পাওনা নির্ধারিত সময়ে পরিশোধ, পারিবারিক ও অসুস্থজনিত ছুটির বৃদ্ধি, নাস্তার বিল প্রদান, সার্ভিসের টাকা ও রিজাইনকৃত শ্রমিকের পাওনা দুই মাসের মধ্যে পরিশোধ, সরকারি আইন অনুযায়ী ঈদের ছুটি ঘোষণা, বেতনের পাশাপাশি সার্ভিস চার্জ ও ফোন বিল প্রদান, পুরোনো শ্রমিকদের পুনরায় নিয়োগ এবং মিথ্যা অভিযোগ তুলে কালো তালিকা থেকে শ্রমিকদের নাম প্রত্যাহার। পাশাপাশি এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো কালো তালিকা প্রস্তুত না করার দাবিও জানান তারা।
সমাবেশে ইসলামী গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ফারুক হাওলাদার বলেন, “শ্রমিক আমার বন্ধু। আমরা আপনাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। মালিকপক্ষ ও বিকেএমইর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানে আমরা কাজ করবো। এখানে আমরা রাজনীতি বা ভোটের জন্য আসিনি। প্রয়োজন হলে যেখানে যেতে হয়, যাদের সঙ্গে কথা বলতে হয়, সেখানেই যাবো। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ।”
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
