ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নেবেন না’গঞ্জের কয়েক লক্ষ নেতাকর্মী

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পরদিন বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় অংশগ্রহণ করাই তাদের লক্ষ্য। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই ঐতিহাসিক মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কোনো কমতি রাখবে না। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো। তিনি জানান, বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হবেন। এর পাশাপাশি মঙ্গলবার বিকেলে চিটাগাং রোড এলাকা থেকেও নেতাকর্মীদের একটি অংশ পায়ে হেঁটে যাত্রা শুরু করবে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহানগর বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো।এদিকে গণসংবর্ধনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। একইসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন। দলীয় নেতারা জানান, বিপুল জনসমাগমের কারণে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: