ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন পেয়ে কদমরসুল দরগাহ জিয়ারত করলেন সাবকে এমপি কালাম

বন্দর সংবাদদাতা
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে বন্দরের ঐতিহাসিক কদমরসুল দরগাহ জিয়ারত করেছেন অত্র আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম। বুধবার বিকেলে বাদ আসর বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ জিয়ারতের উদ্দেশ্যে গেলে তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। এসময় সাবেক এমপি কালাম পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আওলাদ হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বুধবার সকালে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান অ্যাডভোকেট আবুল কালাম। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন কালাম পুত্র আবুল কাউসার আশা।
বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল দরগাহ জিয়ারতে যান অ্যাডভোকেট আবুল কালাম।এসময় তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে তারা একসঙ্গে কদমরসুল দরগাহ জিয়ারত করেন।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, আমরা তিনজন প্রার্থী আমি, অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তিনজন ডিটারমাইন্ড ছিলাম আমরা তিনজনের মধ্যে একজন পাব। কিন্তু মাঝখানে সাখাওয়াত একা একা কি করেছে সেটা জানি না। সেটা ঠিক হয় নাই। তবে আজকে অ্যাডভোকেট আবুল কালাম দলের মনোনয়ন পেয়েছে। তিনি আমাদের সকলের অভিভাবক। আমরা ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমার নিজের দলীয় অফিসকেই কালাম ভাইয়ের নির্বাচন পরিচালনার কাজে ব্যবহৃত হবে। আমরা প্রতিটি ঘরে ঘরে যাব। দলের সকল নেতাকর্মীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী দেশ গড়ার কারিগর তারুন্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অত্র আসনে নির্বাচন করার জন্য ধানের শীষ তুলে দিয়েছেন। বিগত দিনে যেভাবে দলের নেতাকর্মীরা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন আগামী দিনেও তারা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা করছি। আমি দলের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমার বয়সের কারণে নবীনদের প্রতি দায়িত্ব থাকবে বেশী। যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকেও নিজের পাশে চান আবুল কালাম।

উল্লেখ্য এর আগে প্রাথমিক তালিকায় নাম ছিল শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের। তিনি নির্বাচন না করার ঘোষণা দিলে পরবর্তীতে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম শোনা যায়। তবে কয়েকদিনের ব্যবধানে বুধবার অত্র আসনের বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ইতোপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন এডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: