ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে স্বাগত জানাতে মামুন মাহমুদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পূর্বাচলে

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে একদিন আগেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে পূর্বাচলের ৩০০ফিটে।আজ বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সংক্ষিপ্ত পথসভা শেষে প্রায় ২০ হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে পায়ে হেটে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে গিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এরআগে সকালে সংবর্ধনা স্থলের পাশে ভেন্যু ঠিক করে সেখানে খাবার রান্না করার জন্য সরঞ্জামাদি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে।
সপ্তাহজুড়ে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যানার, গেঞ্জি, তারেক রহমানের ছবিসহ প্লেকার্ড, সাউন্ড সিস্টেম রাখা হয়েছে নেতকার্মীদের এই বহরে। এ নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজ থেকে ১৭ বছর তিন মাস ২২ দিন আগে। আমরা এই দীর্ঘ সময় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। ২৪’র ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদের পতনের পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সার্বভৌমত্বের প্রতীক তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সেই ইতিহাসের অংশ হতে পায়ে হেঁটে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে যাত্রা শুরু করেছি। নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এতে।
ক্ষ নগরীতে বর্ণাঢ্য স্বাগত র‌্যালী

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: