ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জানাজায় জাসাস নেতৃবৃন্দ

ajkernirbangla@gmail.com
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্পন্ন হয়েছে। জানাজা বেলা ৩টা ৩ মিনিটে শুরু হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ জানাজার জন্য উপস্থিত হন। মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনস্রোতে ভরে যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজার সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিক ও বিশিষ্টজনরা।
জানাজার আগে তারেক রহমান উপস্থিত জনতার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, “দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন।”
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতৃবৃন্দও জানাজায় উপস্থিত ছিলেন। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, সদস্য শাহ্ মোঃ বিল্লাল হোসেন, মিজানুর রহমান।
নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, জেলা জাসাস সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজিব, বন্দর থানা জাসাস যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, কাশীপুর ইউনিয়ন জাসাস সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নং ওয়ার্ড জাসাস যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ এবং সদস্য শুক্কুর মজুমদার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: