বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় ১৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ এশা শহরের টানবাজার এলাকায় ১৫ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন এবং গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন নেত্রী হিসেবে সারা বিশ্বে পরিচিত। সুযোগ থাকা সত্ত্বেও দেশের জন্য তিনি পালিয়ে যাননি। তিনি জেল-জুলুম নির্যাতন শিকার করেছেন, তবু এ দেশের মানুষকে ফেলে চলে যাননি। আর তাই তিনি বেঁচে থাকবেন এ দেশের মাটি মানুষের মধ্যে। চিরস্মরণীয় হয়ে থাকবেন সাধারণ মানুষের কাছে।
তিনি আরো বলেন, যতদিন এ দেশের ভূখণ্ডে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ বেগম খালেদা জিয়ার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।
এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন, সাঈদ প্রধান, ওসমান গনি, আমজাদ হোসেন, রাসেল, মোঃ আল আমিন, আলফু প্রধান, মোঃ আল আমিন, লিটন, শাহীন ঢালী, আবু সুফিয়ান, ফয়সাল, নূর আলম খন্দকার, জসিম বেপারী, মনা, একে আজাদ, কাজল, ইকরাম,হারুন প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠাননটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
