নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিতর্কিত বিএনপির দুই ডোনারের কাছে ‘সিদ্ধিরগঞ্জ থানা এলাকা’ বর্গা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। রাজনীতিতে আনাড়ি আনকোরা বিএম ডালিম ও মাসুম রানা এখন সিদ্ধিরগঞ্জের হর্তাকর্তা সেজে বসেছেন। ডালিম ছিলেন কারাগারে, মাসুদ রানা ছিলেন ইসলামী আন্দোলনের নেতা। তাদেরকে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বানিয়েছেন মান্নান। মান্নান এমপি হওয়ার আগেই সিদ্ধিরগঞ্জের খবরদারী শুরু করে দিয়েছেন ডালিম ও মাসুম রানা। এদের নেপথে রয়েছেন কুখ্যাত চাঁদাবাজ মান্নানের পিএস সেলিম হোসেন দিপু।
নেতাকর্মীদের সুত্রে জানাগেছে, বিতর্কিত এই দুই ডোনার এখন মান্নানের সবচেয়ে ঘনিষ্ঠজন হয়ে ওঠেছেন। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে বিএম ডালিম ও মাসুম রানাকে খবরদারী করার পাওয়ার দিয়েছেন। অথচ সিদ্ধিরগঞ্জের কোনো নেতাকর্মীদের সঙ্গে ডালিম ও মাসুম রানার কোনো পুর্ব পরিচয় বা যোগাযোগও ছিলো না। পিএস সেলিম সহ তাদের আচরণে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা মান্নানের কাছ থেকে সটকে পড়ছেন। নেতাকর্মীদের আরও অভিযোগ- যেসব নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট সংগ্রহ করবেন সেইসব নেতাদের অবজ্ঞা করে এলাকার বিতর্কিত ঝুট সন্ত্রাসীদের প্রাধান্য দিচ্ছেন পিএস সেলিম। আদমজী ঝুট সেক্টর নিয়ন্ত্রক রাকিবুর রহমান সাগর, ঝুট নিয়ন্ত্রক যুবদল নেতা বাদশা খান, জালকুড়ির জাহাঙ্গীর হোসেনের প্রতি ক্রাস খেয়েছেন সেলিম হোসেন দিপু। কিন্তু এদের কথায় ধানের শীষ প্রতীকে ভোট আসবেনা। সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ না করে এলাকার বিতর্কিত অযোগ্য লোকদের নিয়ে কেন্দ্র কমিটি গঠন করছেন মান্নান। ফলে দিনকে দিন এখানে স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দীনের অবস্থান আরো পাকাপোক্ত হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থেকেই মান্নানের ভরাডুবির শঙ্কা তৈরি করছেন ডালিম ও সেলিম। এদিকে মান্নান মনোনয়ন পাওয়ার আগ থেকেই সিদ্ধিরগঞ্জের যেসব নেতাকর্মীরা মান্নানের পক্ষে কাজ করেছিলেন সেইসব নেতাকর্মীদের মাইনাস শুরু করে দিয়েছেন মান্নান। পিএস সেলিমের মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছেন। যেখানে সেলিম ধান্ধাবাজদের খুজে খুজে বের করছেন। কিন্তু যারা মান্নানের পক্ষে শুরু থেকে কাজ করেছেন তাদেরকে মুল্যায়ন করছেন না। সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের কাছে বিশ্ব বাটপারে পরিচিতি পেতে যাচ্ছে সেলিম হোসেন দিপু।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
