ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত নির্বাচনে থাকা দুই প্রার্থী এবারও মাঠে

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ৪, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নিলেও কিছু দল এতে অংশ নেয়। ‘আমি-ডামি’র নির্বাচন হিসেবে অ্যাখ্যা পাওয়া ওই ‘একপেশে’ নির্বাচনে অংশ নেওয়া অন্তত দু’জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছেন। তারা হলেন: আবু হানিফ হৃদয় ও মো. সেলিম আহমেদ।
গত ২৯ ডিসেম্বর এ দুই সম্ভাব্য প্রার্থী নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমাও দেন। হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং সেলিম বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। যদিও গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইতে বাদ পড়েছেন তারা। হৃদয় বাদ পড়েছেন ঋণখেলাপী বলে এবং অপরজন তার হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে। কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানিয়েছেন। বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর বড় একটি অংশ আর কোনো নির্বাচনে অংশ নেয়নি। ‘রাতের ভোটের’ অ্যাখ্যা পাওয়া ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেও তাতে কোনো রকম কর্ণপাত না করে গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে আওয়ামী টানা চতুর্থবারের মতো সরকার গঠন করলেও তা টেকেনি সাতমাস। জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ ও জোটভুক্ত প্রার্থীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীও একই দল বা জোটের নেতা। ফলে ওই নির্বাচন হয়ে দাঁড়ায় ‘আমি-ডামির’। অধিকাংশ রাজনৈতিক দল বয়কট করলেও তাতে অংশ নিয়েছিলেন আবু হানিফ হৃদয় ও সেলিম আহমেদ। ওই সময় নারায়ণগঞ্জ-২ আসনে আবু হানিফ হৃদয় তৃণমূল বিএনপি নামে নতুন একটি রাজনৈতিক দলের প্রার্থী হন। তৃণমূল বিএনপি নামে দলটি তখন একাধিক রাজনীতিক ‘কিংস পার্টির’ তালিকায় অন্তর্ভূক্ত করেন। অর্থ্যাৎ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়ই তৃণমূল বিএনপি নামে দলটিকে তখন গড়ে তোলা হয়, নির্বাচনটিকে অংশগ্রহণমূলক দেখাতে। হৃদয় সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী হলেও ওই আসনে পরাজিত হন। বিজয় পান আওয়ামী লীগেরই তখনকার সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এবারও একই আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন আবু হানিফ হৃদয়। কিন্তু এবার তিনি দল পাল্টেছেন। তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আপিলে তার প্রার্থিতা ফিরলে এ নির্বাচনে তাকে দেখা যাবে হাতি প্রতীকে। অন্যদিকে, আবু হানিফ হৃদয় দল পাল্টালেও নারায়ণগঞ্জ-৪ আসনে আবারও বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সেলিম আহমেদ। তিনি গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্রও বাছাইয়ে বাদ পড়েছে। যদিও হলফনামায় স্বাক্ষর না থাকার বিষয়টি খুব গুরুতর না হওয়াতে সহজেই আপিলে প্রার্থিতা ফেরত পাবার সম্ভবনা রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: