আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির দলীয় প্রার্থী মোহাম্মদ আলী দাবি করে বলন, ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত হলে ফতুল্লায় জলাবদ্ধতা দূর করা, মাদক ও সন্ত্রাস,চাঁদাবাজদের বিরুদ্ধের ব্যবস্থা গ্রহণ করবেন।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ রিপাবলিকান পার্টি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। এর আগে তাকে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান করার ঘোষণার দেন দলের চেয়ারম্যান আবুহানিফ হৃদয়।
এসময় এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির দলের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম পলাশ , সাধারণ সম্পাদকপিরজাদা মো এমদাদুল হকসহ নেতাকর্মীগন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়ে মোহাম্মদ আলী বলেন, কোনো শঙ্কা নেই, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে সবকিছুর নির্ভর করছে ভোটারদের ওপর। নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এলাকার জলাবদ্ধতা নিরসন করা এবং নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে জাবাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দৃঢ়ভাবে বলেন, আমি নির্বাচনে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকবো। জয়-পরাজয় ভোটারদের ওপর নির্ভর করে। আপনারা সমর্থন দিলে আমি বিজয়ী হব। নির্বাচনী পরিবেশ ভালো থাকবে এবং সবাই ভোট দিতে পারবেন। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ফতুল্লার জলবদ্ধতা নিরসন। পাশাপাশি সাতটি ইউনিয়নে সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করব। তিনি আরো বলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা আমাকে চেনেন। এমন কোনো এলাকা নেই যেখানে আমি কাজ করিনি। মানুষ আমাকে ভালোবাসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
