ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় জোসেফ: আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

রিভারভিউ কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি এবং টানবাজার লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ যোহর রিভারভিও কমপ্লেক্সের সামনে আয়োজিত মিলাদ মাহফিলে টানবাজার লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এম.এ মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও রিভারভিও মার্কেটের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় জোসেফ বলেন, আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন স্মরণ করবে। মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দুরুদ ও মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ হোসেন মল্লিক, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, সাইদুর রহমান প্রিন্স, ইব্রাহীম খলিল ভূইয়া, হাজী সাঈদ, উজ্জ্বল খান, শফিকুল আলম মুক্ত, আবুল, জিসাস নেতা কাইয়ুম আলআমিন, ডাইলপট্টি লোড- আনলোড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুর রহমান, হাজী ইউসুফ, আলাউদ্দিন ভান্ডারী, আলমগীর, শ্রমিক সরদার এনামুল, দেলোয়ার, হান্নান সরদার প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া শেষে সবার মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: