নির্বাচন সংকট নিরসন না হলে দেশ অন্তত পঞ্চাশ বছর পিছিয়ে যাবে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণ করবে।
আজ রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পিআইবি’র সহকারী সম্পাদক শাহেলা আক্তার এবং স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী। ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচনকালীন সময় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল তথ্য বা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি সতর্ক হতে হবে। তিনি বলেন, একটু ভুলে বড় বিপদ হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকে দেশ গণতন্ত্রের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারবে। “জুলাই যোদ্ধাদের দেওয়া শ্বাসে আমরা আজ নিঃশ্বাস নিচ্ছি। তাদের এই ত্যাগের ঋণ আমাদের শোধ করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে,” বলেন তিনি। নির্বাচন সংকট দীর্ঘায়িত হলে তার পরিণতি ভয়াবহ হবে উল্লেখ করে ফারুক ওয়াসিফ বলেন, এই সংকট দূর না হলে বাংলাদেশ আরও অন্তত পঞ্চাশ বছর পিছিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে এবারের নির্বাচনের ওপর। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রচারের বিষয় নয়; এটি গণতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। তথ্য যাচাই, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের আস্থার জায়গা শক্ত করতে হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনসংক্রান্ত আইন, আচরণবিধি, ভুয়া তথ্য মোকাবিলা, নিরাপত্তা ঝুঁকি এবং নৈতিক সাংবাদিকতা নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
