নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমের কর্মীদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে ক্লাবের সদস্যসহ জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের। সিস্টেমের ত্রুটি ও ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।তিনি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এবারের নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং সমাজ বিনির্মাণে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ গত ১৬ বছরের সাংবাদিকতার চ্যালেঞ্জ ও বঞ্চনার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ সময় পর এখন সাংবাদিকতার সুবর্ণ সময় চলছে। আসুন, আমরা কোনো ব্যক্তিগত মতামত না চাপিয়ে ঘটে যাওয়া ঘটনাটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে অন্তত আগামী দুই মাস আমাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গণভোটে ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং পিআইবি’র সহকারী সম্পাদক ও সমন্বয়ক শাহেলা আক্তার। ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ।অনুষ্ঠানে জেলা প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং অতিথিরা নতুনভাবে সজ্জিত প্রেস ক্লাব পরিদর্শন করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
