ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মী সমর্থকরা রয়েছে চরম আতংকে

বিল্লাল হোসেন
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের কর্মী ও সমর্থকদের মাঝে চরম আতংক বিরাজ করছে । আজ বুধবার দুপুরে বন্দর থানার ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া তার নিজ বাস ভবনে গনমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনী বিষয়ে এক স্বাক্ষাতকালে এমন শংকার কথা জানান তিনি।
গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নে তিনি আরো জানান, জাতীয় নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকী। নারায়ণগঞ্জ-৫ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি। আমার মনোনয়ন নিয়ে একটা ধুম্রজালের সৃষ্টি হয়েছিল। আমার টিন সনদ পত্রের রিটার্ণ দাখিল না করায় মনোনয়নটি নির্বাচন কমিশন বাতিল করেন। আপিল শুনানীর মাধ্যমে মনোনয়নটি বৈধ হয়। বিশেষ করে মনোনয়নটি বৈধ হওয়ার পর একটি মহল আমার কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে এমনটাই শুনছি। সংসদ সদস্যপ্রার্থী মাকসুদ প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শহর ও বন্দরে জনগন ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করলে ভোটার উপস্থিতি বাড়বে। আপনারা জানেন বন্দরে মুছাপুর ইউনিয়নের ৩ বারের ইউপি চেয়ারম্যান হিসেবে জনগনের কল্যানে কাজ করেছি এবং উপজেলা নির্বাচনে স্বৈরাচার সরকার সমর্থিত হেভিওয়েট প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনগেনের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও নারায়ণগঞ্জের ৫ আসনে সদর-বন্দরের সাধারণ জনগন দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে মূল্যাবান ভোট প্রদান করে মেহেনতী মানুষের কল্যানে কাজ করার সুযোগ করে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: