ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বিশেষ সংবাদদাতা
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা ইন্টার্নি চিকিৎসকে গণধোলাইয় দেয়ার মত অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার সময় এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় বুকে ব্যাথা সমস্যা নিয়ে তার স্বজনরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর সেই রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা দেওয়ার জায়গায় এমবিবিএস নয় এমনই একজন ইন্টার্নি চিকিৎসক নূরনবী নামের ভূয়া ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। ঐ চিকিৎসক প্রথমে তাকে ইসিজি পরীক্ষা করে এবং ব্যাথানাশক এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করে। অথচ রোগীর আসল সমস্যা হয় হাট এটাক বা স্টোক জনিত কারন। বেলা ১টার দিকে উক্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঐ ইন্টার্নি চিকিৎসক (ভূয়া ডাক্তার) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। নিহতের স্বজনরা এ্যামবুলেন্সে করে চাষাড়াস্থ ইসলাম হাট সেন্টারে নিয়ে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক জানায় রোগী মৃত্যু বহুপূর্বে ঘটেছে।
মৃত ঐ ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনগঞ্জ লক্ষারচর উত্তর পাড়া নিবাসী ইট, বালু ব্যবসায়ী মো. মিল্লাত মিয়া (৬০)। নিহতের স্বজনরা অভিযোগ করেন, আমাদের রোগীকে ভূয়া ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছে। কেন ইমারজেন্সি একজন রোগীকে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করলো না। আর তার জায়গায় কেন একজন এমবিবিএস নয় এমন ব্যক্তি চিকিৎসা প্রদান করেন। আমাদের রোগীর মত আরও কেউ যেন এরূপ ভুল চিকিৎসায় মারা না যায়। এ বিষয়ে অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসক নূর নবী বলেন, আমি রোগীকে কোমড়ের ব্যাথার এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করি। এরপর ইসিজি পরীক্ষা করে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি। প্রতি পথে তিনি মারা যায়। এরপর নিহতের স্বজনরা অন্যায় ভাবে আমাকে মারধর করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমি ঐ বিষয়ে কিছু জানি না। তখন ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন, ডাক্তার মো. নাজমুল হোসেন বিপুল। ইন্টার্নি চিকিৎসক নূর নবী তার সহকারী চিকিৎসক। ইন্টার্নি চিকিৎসক দ্বারা রোগীর সেবা প্রদান প্রসঙ্গে ডা. সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এটা তার ভুল হয়েছে আর তিনি কোন প্রকার রোগী দেখে তার যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে পারে না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব পোষণ লক্ষ করা যায়। নাগরিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন নারায়ণগঞ্জবাসি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: