ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভয়ংকর অপরাধীদের দখলে নারায়ণগঞ্জের সাংবাদিকতা

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়নগঞ্জে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী, প্রতারকসহ বিভিন্ন অপরাধীরা তথাকথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজপোর্টাল ও যত্রতত্র ফেসবুকে একাউন্ড খুলে নিজেদের সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক দাবী করে বিভিন্ন অসহায় মানুষের সাথে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ থাকলেও প্রশাসন এবিষয়ে উদাসিন বলে লক্ষ করা যাচ্ছে।
খোজ নিয়ে জানা যায়, মাত্র ১/২ হাজার টাকার বিনিময়ে অনলাইনে একটি প্রোটাল খুলে বনে গেছে নারায়ণগঞ্জের অনেক মাদক ডিলার, প্রতারকরা সম্পাদক ও প্রকাশক। এসকল মাদক ডিলার ও প্রতারক চক্ররা তাদের মাদক গন্তব্য স্থলে পৌছাতে বা প্রতারক চক্র প্রতারনা করতে তাদের কথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজপোর্টালের পরিচয় পত্র তাদের নিয়োগকৃতদের গলায় ঝুলিয়ে অবাদে প্রতারনা ও মাদক বিক্রি করে চলেছে ঐসকল কথিত সাংবাদিকরা। এদের মধ্যে অন্যতম হচ্ছে আমার নারায়ণগঞ্জ নামক অনুমদিত নিউজ প্রোটালের কথিত সম্পাদক ও প্রকাশক জয়নাল আবেদিন, তিনি একসময় ছিলেন শহরের চিহ্নিত ব্লাকমেইলার ও মাদক ডিলার, তার সাথে রয়েছে কথিত বার্তা সম্পাদক ব্লাকমেইলার শান্ত। অনুমোদিত নিউজপ্রোটাল দৈনিক শীতলক্ষা নামে একটি প্রোটাল খুলে জামিল হাসন নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দিয়ে শহরে করছে ব্লাকমেলিং, মাদক বানিজ্য ও চাাঁদাবাজী। শহরের চিহ্নিত জুয়া সম্রাট মুছার ছেলে মাদক ব্যাবসায়ী সুমন দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের আনাচে কানাচে। এরা সমাজের নিরিহ মানুষের ছবি দিয়ে তাদের কথিত প্রোটালে ছবি দিয়ে বেফাঁস মন্তব্য লিখে তা নেট দুনিয়ায় ছেড়ে সমাজে হেয়প্রতিপন্ন করে। পরে ভুক্তভুগিদের নিকট থেকে মোটা অংকের টাকা আদায় করার অভিযোগ রয়েছে। এসকল সাংবাদিক নামধারী প্রতারক মাদক ব্যাবসায়ী, ব্লাকমেইলাররা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে ভয়ভিতি দেখিয়ে অর্থ আদায় করে থাকে বলে একাধীক অভিযোগ রয়েছে। গত পাঁচ বছর যাবৎ ভুয়া সংবাদকর্মীদের তৎপরতা বেশি দেখা যাচ্ছে! এরা যেখানে-সেখানে অবাধে বিচরণ করছে। ভুয়া সাংবাদিক নিয়মিতভাবে করে যাচ্ছে নানা অনৈতিক কর্মকাণ্ড। এসব নীতিহীন কর্মে বাড়ছে গুজব, বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। হঠাৎ ফতুল্লা সদর উপজেলার কিছু সাংবাদিক নিয়ে ফেসবুকে আক্রমণাত্মক পোষ্টে সাংবাদিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছে সাধারণ মানুষ। সমাজের চিহ্নিত অপরাধীরা এখন সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেক নেতাকর্মীর নাম বিক্রি করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছেন। গত কয়েক মাসে সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার ফতুল্লা রুশেন হাউজিং ফ্ল্যাট বাড়িতে চাঁদাবাজী করতে গিয়ে কথিত সাংবাদিক শামীমা খানম সোনিয়া গণধোলাইয়ের শিকার হন। ২০২৩ সালের জুন মাসে কথিত সাংবাদিক শামীমা খানম সোনিয়া তার স্বামী সোহা ড্রাইভার ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল খেটেছে। গত মাসে ৩০ সেপ্টেম্বর দুটি চোরাই মটর সাইকেলসহ ভুয়া সাংবাদিক শুভ তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৯ সালে ৩০ জুন রাতে দৈনিক গনজাগরণ ও অপরাধের খোঁজে পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(নিঃ) আজিজুল হকের কাছে প্রতি মাসে ২০,০০০/- টাকা করে চাঁদা দাবী করে ডেমরার কুখ্যাত ভুয়া সাংবাদিক সেলিম নিজামীসহ ৫ জন ভুয়া সাংবাদিক গ্রেফতার হয়। ২০২১ সালের ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ১২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক মো. সাইফুল ইসলাম সুমন ও তার সহযোগী মো. ইমরান হোসেন আসিমকে গ্রেফতার করে। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। এছাড়াও মাদক বিক্রি, গ্যাস সংযোগে চাঁদাবাজি, বাল্যবিবাহতে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে জেল খেটেছেন অনেকে। এসব সাংবাদিকরা জেলখেটে আবার সাংবাদিকতা শুরু করেছেন করে যাচ্ছেন নানা অপকর্ম। পাড়া, মহল্লায় তাদের ভিজিটিং কার্ডে সয়লাব, নামধারী মানবাধিকার সংগঠন, ভুঁইফোড় অনলাইনের কার্ডের নাম লিখে ভিজিটিং কার্ড তৈরি করে পাড়া, মহল্লার মানুষদের ব্লাকমেইল করে যাচ্ছেন তারা। ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে সৃষ্টি হওয়া এসব সাংবাদিকরা নিউজ তো ভালো কথা নিজের জীবনবৃত্তান্ত ও ভালো করে লিখতে পারবে না বলে জানান ফতুল্লার প্রবীন এক সাংবাদিক। কিন্তু তাদের দাপটে আজ মূলধারার সংবাদকর্মীরা অসহায় বলেও জানান তিনি। তাদের এরকম কর্মকাণ্ডের ফলে মূলধারার সাংবাদিকদের বিব্রতকর অবস্থা ছাড়াও মাঝেমধ্যে পড়তে হচ্ছে ঝুঁকির মুখে। এমন বাস্তবতায় তাদের বিরুদ্ধে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ভুয়া সাংবাদিকদের এখনই নিয়ন্ত্রণ করার দাবি সচেতন মহলের।

ফতুল্লায় কর্মরত মুলধারার কয়েকজন সাংবাদিক জানান বিভিন্ন স্থানে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে কার্ডধারীরা। এ ধরনের ভুঁইফোঁড় কথিত সাংবাদিকরা ফতুল্লা বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, মিল-কারখানা, বেকারিসহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রচার কিংবা ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে করছে চাঁদাবাজি। এ ছাড়া স্থানীয়ভাবে কোনো রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানের কথা শুনলেই আইডি কার্ড ঝুলিয়ে উপস্থিত হয় সেখানে। এরপর নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করে করে নানা অঙ্গভঙ্গি। অনুষ্ঠান শেষে রাজনৈতিক নেতা কিংবা আয়োজকদের পেছনে পেছনে ছোটে মৌমাছির ঝাঁকের মতো। পরে আর পত্রিকায় নিউজ আসে না। তারা নিজেরাই বিভিন্ন স্থানে গড়েছে নামে-বেনামে সংগঠন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মূলধারার কিছু সাংবাদিক, থানা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সখ্যতা রয়েছে তাদের। অপকর্মে জড়িতদের দমনে কঠোর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশা ফতুল্লার মূলধারার সাংবাদিকদের। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত ) অতিরিক্ত অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ভুয়া সাংবাদিকদের দ্বারা কেউ হয়রানির শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আর গত মঙ্গলবার এ বিষয় আমরা কোন লিখত অভিযোগ পাইনি। যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: