ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১৪ মাস পর শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

বিগত বছর ১৯ জুলাই সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার ১৪ মাস পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার বাদী মো. জিদান হোসেন (২২)। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তিনি এই মামলার আবেদন করেন এবং আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেয়। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। এজাহারে ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার বাদী আহত মো. জিদান হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় নতুন মামলাসহ নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট ১০২টি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এসব মামলার তদন্ত চলছে। এরই মধ্যে পিবিআই দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে এবং সিআইডি পাঁচটি মামলার তদন্ত গুরুত্বসহকারে চালিয়ে যাচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: