ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বে অটল, আচরণে আপন জনপ্রিয় জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান সরকার

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ৮, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য নেতৃত্ব, কঠোর শৃঙ্খলা, মানবিকতার ও মেলবন্ধনসহ এই তিন গুণেই পরিচিত হয়েছেন জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান সরকার। নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে যেমন ছিলেন কর্মঠ ও দূরদর্শী, তেমনি মাগুরাতে বদলি হয়ে দায়িত্ব গ্রহণের পরও সেই একই গতিতে কাজ করে যাচ্ছেন মোঃ মাহবুবুর রহমান সরকার।

নারায়ণগঞ্জে দায়িত্বকালীন সময়ে তিনি আনসার বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রমে নতুন গতি আনেন। ট্রাফিক পয়েন্ট, শিল্পাঞ্চল, প্রশাসনিক স্থাপনা ও জনবহুল এলাকায় আনসার সদস্যদের দায়িত্ববোধ বাড়াতে তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করতেন। দিন-রাত পরিশ্রম করে আনসার সদস্যদের মনোবল জোগাতেন এবং মাঠে তাদের পাশে থেকে কাজ করতেন। সহকর্মীরা বলেন “স্যার ছিলেন যেন এক যান্ত্রিক কর্মকর্তা, কিন্তু মনের দিক থেকে ছিলেন পুরোপুরি মানবিক। আমাদের যেকোনো সমস্যায় তিনি আগে এগিয়ে আসতেন।” নারায়ণগঞ্জে তার নেতৃত্বে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য আসে। বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়কে আনসার সদস্যদের কার্যক্রম হয় আরও সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। তিনি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, মানসিক দৃঢ়তা বৃদ্ধি ও দায়িত্ববোধ উন্নয়নে একাধিক উদ্যোগ নেন। একই সঙ্গে সমাজসেবামূলক কার্যক্রমেও রাখেন বিশেষ ভূমিকা— বৃক্ষরোপণ অভিযান, সামাজিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচিতে তিনি ছিলেন নেতৃত্বে। তার উদ্যোগে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় একযোগে “বৃক্ষরোপণ অভিযান” সফলভাবে সম্পন্ন হয়েছিলো।

তিনি নিজেই শোভাযাত্রায় অংশ নেন এবং আনসার সদস্যদের উদ্দেশে বলেন “আনসার বাহিনী শুধু নিরাপত্তা নয়, সমাজ ও পরিবেশের কল্যাণেও কাজ করে যাবে।” এছাড়া আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই পুলিশ সদস্যরা দায়িত্ব ছেড়ে চলে গেলে নারায়ণগঞ্জে দায়িত্বকালীন সময়ে মোঃ মাহবুবুর রহমান সরকার ছিলেন যেন এক “চলমান প্রশাসনিক শক্তি। তিনি অফিসের গণ্ডি পেরিয়ে মাঠের প্রতিটি কোণে উপস্থিত থাকতেন, যেন নিজ চোখে নিশ্চিত হতে পারেন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে কাজ করছে কিনা। তার নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা শুধু দায়িত্ব পালনই করেননি, বরং জনগণের আস্থা অর্জন করেছিলেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত চাষাড়া, সাইনবোর্ড, পঞ্চবটি, ট্রাফিক পয়েন্ট, শিল্প এলাকা সর্বত্র তার পরিদর্শন ও নির্দেশনা ছিল দৃশ্যমান। বাহিনীর সদস্যরা বলেন, “স্যার কখনো ঘুমান না মনে হয়। মাঝরাতে কল করলে সাড়া দেন, সকালে এসে জিজ্ঞাসা করেন আগের রাত কেমন কেটেছে। এমন নেত্রীত্ব অফিসার আমরা খুব কম পেয়েছি।” তাঁর নির্দেশনায় নারায়ণগঞ্জে ট্রাফিক শৃঙ্খলা ও আনসারদের মাঠপর্যায়ের কর্মক্ষমতা বেড়ে যায় বহুগুণে। সদর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার প্রায় প্রতিটি পয়েন্টে তিনি নিজে গিয়ে ডিউটির মান যাচাই করেন, যা তার কাজের প্রতি নিষ্ঠার প্রমাণ দেয়। ২০২৪ইং

সালে আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরোধ ও ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় যখন দেশজুড়ে আলোড়ন তৈরি হয়, তখন অনেক জায়গায় প্রশাসনিক বিভ্রান্তি দেখা দেয়। কিন্তু মোঃ মাহবুবুর রহমান সরকার তখনও ছিলেন স্থির, সংযত ও দায়িত্বশীল। তিনি সদর দপ্তরের নির্দেশে দ্রুত নারায়ণগঞ্জে কর্মরত আনসার সদস্যদের তালিকা তৈরি করেন এবং জড়িতদের শনাক্ত করে তা সদর দপ্তরে পাঠান। তার এই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ বাহিনীর ভাবমূর্তি রক্ষা করে এবং কর্মশৃঙ্খলা পুনঃস্থাপনে সহায়তা করে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, “জেলা কমান্ড্যান্ট হিসেবে মাহবুবুর রহমান সরকার সেই কঠিন সময়েও কাউকে ভয় না পেয়ে নিয়ম ও শৃঙ্খলার প্রতি অবিচল ছিলেন। ফলে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে তার এই উদ্যোগের প্রশংসা করি এবং তাকে ‘দায়িত্বশীল কর্মকর্তা’ হিসেবে সম্মান করি। নারায়ণগঞ্জে সফলতার পর ২০২৪ সালের তিনি মাগুরা জেলায় বদলি হন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার নেতৃত্বে আনসার বাহিনীর কার্যক্রমে শৃঙ্খলা ও গতি আসে। ২০২৪ সালের শারদীয় দুর্গাপূজায় মাগুরা জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেই মাঠে থেকে দিকনির্দেশনা দেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিচালক (আনসার গার্ড ব্যাটালিয়ন) রাসেল আহমেদ বিএভি’র সঙ্গে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পূজা কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে বলেন আনসার বাহিনী সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত। ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজাতেও তিনি একই নিষ্ঠা ও কঠোর নেতৃত্বে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মাগুরা জেলার বিভিন্ন

উপজেলায় ৪ হাজার ৯শ ১২ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত হন। তিনি নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করেন, সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করেন। তার এই নেতৃত্বে পূজার সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি, যা স্থানীয় প্রশাসন ও জনসাধারণের প্রশংসা কুড়ায়। মোঃ মাহবুবুর রহমান সরকার সর্বদাই মাঠকেন্দ্রিক, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক নেতৃত্বের প্রতীক। আনসার সদস্যদের অসুস্থতা, পারিবারিক সমস্যা কিংবা দায়িত্ব পালনে জটিলতা সব ক্ষেত্রে তিনি নিজে এগিয়ে আসেন। তার এই মানবিক আচরণ ও নেতৃত্ব আনসার বাহিনীর সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের নতুন মানদণ্ড তৈরি করেছে। নারায়ণগঞ্জের আনসার ও ভিডিপি সদস্যরা আজও বলেন “স্যার বদলি হয়েছেন, কিন্তু আমরা তাঁকে ভুলতে পারিনি। তিনি শুধু কর্মকর্তা নন, আমাদের অনুপ্রেরণা ও অভিভাবক।” একজন দক্ষ প্রশাসক, একজন মানবিক নেতা এবং একনিষ্ঠ দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মোঃ মাহবুবুর রহমান সরকার আজ মাঠ পর্যায়ের প্রেরণার নাম। তার নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও সংগঠিত, আরও মানবিক এবং জনগণের আস্থার বাহিনীতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: