ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১,০১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা, খোসালপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সামন্তা চারাতলাপাড়া গ্রাম এলাকায় হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ১,০১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া খোসালপুর এলাকায় হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে দুই দফা অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ৭ জনকে আটক করা হয়, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অপরদিকে বাঘাডাংগা সীমান্তে সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে আরেকটি অভিযানে ৭ জন বাংলাদেশি নাগরিক আটক হয়—যাদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী।
আটককৃতদের মধ্যে পুরুষ তিনজনের পরিচয় পাওয়া গেছে—জুবায়ের আহমেদ (২১), চিন্ময় শিকারী (২১) ও শাহিনুর রহমান (৩৬)। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচার রোধে বিজিবির টহল ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
