ঝিনাইহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর থেকে চতুরপুরগামী পাকা রাস্তার উপর থেকে গত ৯ অক্টোবর দিনের বেলা জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের গলায় ধারালো ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে তার কাছে থাকা পাখি ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা।এ ঘটনায় ওই দিনই কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন জাহিদুলের ভাই সাইদুর রহমান।
যার মামলা নং ২৫/২। পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামীদের ধরতে তৎপর হয় কোটচাঁদপুর থানা পুলিশ।মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫ ই অক্টোবর মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মামলার প্রধান আসামী সবুজ হোসেনকে (২৭) কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। আটককৃত সবুজ হোসেন মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের সুলতানের ছেলে বলে জানা গেছে।
প্রধান আসামীর স্বীকারোক্তি মোতাবেক হাত বদল হয়ে তিন বার পাখিভ্যানটি বিক্রয় করেছে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা।
প্রথমে ভ্যানটি ১০ হাজার টাকায় ক্রয় করেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সোনা মিয়া নামে একজন। এরপর দর্শনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য থেকে জানা যায় তিনি সুমন হোসেন নামে অন্য জনের নিকট ১৭ হাজার ৫০০ টাকায় ভ্যানটি বিক্রয় করেন। সুমন হোসেন কে গ্রেফতারের পর জানান সে আক্তার হোসেন নামে অন্য জনের কাছে ২৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেছেন।
আক্তার হোসেনকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দর্শনা থানাধীন দোস্ত আমতলা গ্রাম থেকে ওই পাখিভ্যানটি উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
