ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির আখড়া আনসার উন্নয়ন ব্যাংক!

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব একটি ব্যাংক রয়েছে। এই ব্যাংক থেকে আনসার বাহিনীর সকল সদস্যরা বিনাজামানতে লোন ও সাবলম্বি হওয়ার জন্য সকল ধরনের আর্তিক সুবিধা পাবে বলে আইনও পাশ করেন বাংলাদেশ আনসার বাহিনী। তবে আনসার উন্নয়ন ব্যাংকের ঋণ বিতরণে চলছে চরম অনিয়ম ও বৈষম্য। অভিযোগ রয়েছে, ব্যাংকটি বহিরাগত ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষকে সহজে ঋণ দিলেও, আনসার ও ভিডিপি সদস্যদের লোন দিতে নাকচ অত্র ব্যাংকটি। যাদের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠিত তারাই ঋণ পেতে বারবার বঞ্চিত হচ্ছেন। এর বেশির ভাগ ক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি সদস্যরা কোনো ধরনের সুবিধা পাননা বললেই চলে।
ভুক্তভোগী ভিডিপি সদস্যদের অভিযোগ করে বলেন ব্যাংকে ঋণ নিতে গেলে কর্মকর্তারা নানা অজুহাত দেন কেউ বলেন বাজেট নেই, কেউ বলেন “সম্পত্তির কাগজ দেখান”, আবার কেউ সরাসরি জানিয়ে দেন “আনসার উন্নয়ন ব্যাংকে এখন টাকাই নেই।” অথচ সরকারি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে— আনসার ও ভিডিপি সদস্যদের বিনা জামানতে ঋণ দেওয়ার কথা। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণকালীন সময়ে “শেয়ার” বা “অংশীদারিত্ব” নামে লাখো সদস্যের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে। ১০ দিন, ২১ দিন, ৪২ দিন, ৯০ দিন বা ৬ মাস মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কাছ থেকে ২০০, ৪০০, ৫০০ টাকা করে আদায় করা হয়েছে একটি কাগজ হাতে ধরিয়ে দিয়ে। সদস্যদের প্রশ্ন, সেই টাকার কোনো হিসাব কোথাও পাওয়া যায় না। অনেক ভিডিপি সদস্য ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা সমাজের নিরাপত্তা রক্ষায় কাজ করি, কিন্তু আমাদেরই ব্যাংক আমাদের অবহেলা করে। বহিরাগতরা সহজে লোন পায়, আমরা গেলে বলে— টাকাই নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে ইতোমধ্যে চলছে তীব্র প্রতিবাদ। কেউ লিখছেন প্রতিবার নতুন ডিজি আসেন, বড় বড় কথা বলেন, কিন্তু মাঠপর্যায়ে কিছুই বদলায় না। অনেকে বলছেন, শেয়ারের টাকা থেকে ভাগ পায় প্রভাবশালীরা, তাই কেউ তদন্তে আগ্রহ দেখায় না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— আনসার উন্নয়ন ব্যাংক কি সত্যিই সদস্যদের উন্নয়নে কাজ করছে, নাকি এটি পরিণত হয়েছে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়ে? ভুক্তভোগী সদস্যরা সরকারের হস্তক্ষেপ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত দাবি করেছেন। তাদের দাবি— “আমাদের টাকার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে, আর এই দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: