নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ইলেকট্রিক হুইলচেয়ার দেয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ হুইল চেয়ার দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নবান হতে হলে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক যত্ন ও সহায়তা দিতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং তাদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখা, পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া এবং তাদের জন্য একটি সুসম্পর্ক তৈরি করা জরুরি। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সমাজের অন্যান্য শিশুদের মতো তাদেরও সমাজে অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা বলেন, ‘আমি অসহায়। আমার সন্তানকে কোলে করে স্কুলে নিয়ে যায়। অভাবের সংসারে হুইলচেয়ার কেনা অসম্ভব ছিল। হুইল চেয়ার পাওয়ায় আমার সন্তান স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার বলেন, মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিচ্ছেন। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ করছি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
