আজ বুধবার উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় চলমান রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার
৯ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর, চিনাবাদাম,খেসারি ও সূর্যমুখী বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষিবি ড. মোঃ হাবিবুর রহমান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারজানা আক্তার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুন্সীগঞ্জ সদর। কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ অফিসার মুন্সীগঞ্জ সদরের সঞ্চালনায় প্রণোদনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন উপজেলা কৃষি অফিসার মুন্সীগঞ্জ সদর। এছাড়াও প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে জেলা এবং উপজেলার পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
