ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা
অক্টোবর ২৯, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আজ বুধবার উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় চলমান রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার
৯ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর, চিনাবাদাম,খেসারি ও সূর্যমুখী বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষিবি ড. মোঃ হাবিবুর রহমান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারজানা আক্তার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুন্সীগঞ্জ সদর। কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ অফিসার মুন্সীগঞ্জ সদরের সঞ্চালনায় প্রণোদনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন উপজেলা কৃষি অফিসার মুন্সীগঞ্জ সদর। এছাড়াও প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে জেলা এবং উপজেলার পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: