ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারিদের গ্রেফতারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
অক্টোবর ৩০, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ — স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন; পাশাপাশি ডিসি অফিসের সামনের সড়কের একাংশ অবরোধ করা হয়। সংগঠনের প্রতিনিধিরা দাবি করেন — ১০দিন আগে (২০ অক্টোবর) স্মারকলিপি ও একটি তালিকা দেওয়া হয়। দেওয়া মাদকের তদন্তবিষয়ক গোপন তালিকা ফাঁস হওয়ার পর থেকে মাদক কারবারীরা হুমকি ও হত্যা-চেষ্টা, চাঁদাবাজি ও অপপ্রচারের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট মাদককারবারিদের গ্রেফতার ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি তোলে।

উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, তিনি বলেন, “আমার জীবন দিয়ে হলেও ফতুল্লা থেকে মাদক নির্মূল করবো।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে মাদককারবারিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা গোপনীয়ভাবে প্রদান করা হয়। এ সময়
মানববন্ধনে উপস্থিত সবার সাথে দেখা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল-মেহেদী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার সময় বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন এবং জানান, গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে;মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন মহোদয় নারায়ণগঞ্জকে মাদক মুক্ত ও মাদককে জিরো টলারেন্সে আনার ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবেন।

মানববন্ধনকারীদের দাবিসমূহ
মানববন্ধনে অংশ নেওয়া স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে মূলত নিম্নলিখিত দাবি জানানো হয় —
* আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হোক।

মাদকবিরোধী আন্দোলনে যারা জড়িত, তাদের নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন নিশ্চিত করুক।
হুমকি-ধামকি, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

অবস্থান ও অংশগ্রহণ
মানববন্ধনে ফতুল্লার কয়েকশ সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিক্ষোভ পরিচালনা করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা ও মাদকমুক্ত ফতুল্লার দাবি দুই হাত তুলে ধরে পুনরায় জোরালোভাবে জানান।

ফতুল্লা অঞ্চলে গত কয়েক বছর ধরে মাদকবাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ ছিল। এ নিয়ে বারবার জনসংযোগ, অভিযোগ ও স্মারকলিপি জমা হলেও কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে জনজীবনে অস্থিতিশীলতা বেড়েছে — এমনটাই অভিযোগ উঠেছে সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর থেকে। তালিকা ফাঁস হওয়ার ঘটনায় এখন সংস্থাটি প্রশাসনকে সময়সীমা দিয়ে ত্বরিত পদক্ষেপ দাবি করেছে।

উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মাসুদ আহমেদ রাজ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজ সহ আরো অনেকে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: