বন্দরে একটি ভবনের রুম নিয়ে বিরোধের জের ধরে চাচা আলাউদ্দিন দেওয়ানকে প্রাণনাশের হুমকির ঘটনায় তার ভাতিজা কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আলাউদ্দিন দেওয়ান জানান, গত শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগের তথ্য অনুযায়ী, বন্দর থানার মদনগঞ্জ ১০২নং এম এন ঘোষাল রোড এলাকায় মৃত হাজী আব্দুল আলী দেওয়ানের ছেলে আলাউদ্দিন দেওয়ানের পৈতৃক দুই তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। পিতা মারা যাওয়ার পর ১০ জন ওয়ারিশ পারস্পরিকভাবে বাড়িটি বণ্টন করে ৬ ভাইকে দুইটি করে রুম দেওয়া হয় এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
উক্ত ভবনের নিচ তলার একটি রুম দীর্ঘদিন ধরে বাদী আলাউদ্দিনের ছেলে স্টোর রুম হিসেবে ব্যবহার করছিল। তবে, ছেলেদের সংসার হবার কারণে রুমটি পরিষ্কার করে বসবাসের জন্য প্রস্তুত করা হয়। এ সময় একই এলাকার মৃত শাহাদাত হোসেনের দুই ছেলে অভিযোগের বাদী ভাতিজা কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ, রুমটিতে জোরপূর্বক একটি কাঠের খাট ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেন।
যখন বাদী এই দুই ভাইকে রুম কেন তালাবদ্ধ করা হয়েছে জানতে চান, তখন তারা জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণ করে চাচাকে হত্যা করার হুমকি দেন। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী চাচা আলাউদ্দিন দেওয়ান বলেন, “সন্ত্রাসী কলিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ আমাদের পরিবার ও অন্যান্য ওয়ারিশগণকে চরমভাবে অতিষ্ঠ করছে। তারা আমাকে এবং আমার পরিবারকে সম্মানহানি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি বন্দর থানার ওসি লিয়াকত আলীকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “ভাতিজাদের এই অমানবিক অত্যাচার থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন।”
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
