নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আনসার ও ভিডিপি কমান্ডারের বিরুদ্ধে গুরুতরে অভিযোগ করেছেন একজন নারী ভিডিপি সদস্যা। ভিডিপি নারী সদস্যা সাংবাদিকদের কাছে কেদে কেদে অভিযোগ করেছেন জানান তিনি দায়িত্ব পালন করার জন্য কমান্ডারের কাছে গেলে তার কাছ থেকে ঘুষ দাবি করা হয়। সে দায়িত্ব পালনের জন্য বাধ্য হয়ে ঘুষ দেন। টাকা দেওয়ার পরে নারী সদস্যাকে দায়িত্ব পালনের জন্য তালিকা ভুক্ত করেন। দায়িত্ব পালনের সময় তার সাথে ঘটে অনিয়ম নীতি এবং নিয়মিত নির্ধারিত ৮ ঘণ্টার বদলে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করানো হয় বলে নারী সদস্যা জানান।
দায়িত্ব পালনের সময় নারী সদস্যা অসুস্থ হলে কমান্ডার কোনো ধরনের সহানুভূতি দেখান না বরং নারীসদস্যাকে আরও চাপ দেওয়া হয়। অভিযোগকারী নাম গোপন রাখা হয়েছে, তিনি জানান একদিন সিভিল পোশাকেই দায়িত্ব পালনের জন্য গন্তব্যে গেলে কমান্ডারকে বলেছিলেন যে তিনি কোথায় পোশাক পরিবর্তন করবেন।দলনেতা উত্তেজিত হয়ে নির্দেশ দেন রুমের ভীতরে দুইটা ছেলে আছে ওদের সামনে গিয়ে বদলাও। যা শুনে তিনি শারীরিক ও মানসিকভাবে লজ্জিত ও হতভাগা হয়ে পড়েন। আরও অভিযোগ উঠে নারী সদস্যা বলেন কমান্ডার শুধু বড় বড় অফিসার, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার কর্মকর্তা উপস্থিতিতে দায়িত্ব দেখার ভঙ্গি দেখালেও অফিসারদের চলে যাওয়ার পর পর শুরু হয় আসল তাদের মুল নাটক। কমান্ডার ও কিছু সহকর্মীদের সাথে নিয়ে আড্ডা দিতে দেখা যায় এবং সাধারণ সদস্যদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়। অভিযোগকারী দায় নিয়ে বলেন, তিনি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে চেয়েছিলেন, কিন্তু কমান্ডার নারীসদস্যাকে হুমকি স্বরূপ বলেছেন যে তিনি উপজেলা অফিসার ও জেলা কমান্ড্যান্টকেও বদলি করাতে পারবেন এমন ক্ষমতা তার আছে।
অভিযোগকারী সাংবাদিকদের ফোনে কেঁদে কেঁদে এই সব ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, পূর্বে দুর্নীতিবাজ কমান্ডারদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছিলো কিন্তু তাতে কোনো প্রকার কাজ হয়নি। যারা অভিযোগ করেছিলো তারাই বিবাকে পরেছে, এবং অভিযোগকারীদের সুজাসুজি জেলা কমান্ড্যান্ট ও সার্কেল এডজুট্যান্ড জানিয়েছেন কমান্ডাররা ও দলনেতা আমাদের জনবল দেয় আমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রাখতে পারবো না যদি তোমরা আমাকে জনবল দিতে পারো সেক্ষেত্রে দেখতে পারি। অভিযোগকারী নারী সদস্যা আরও জানান, আমি এই বিষয়ে দুদকের কাছে প্রয়োজনে যাবো কিন্তু কাওরের কথায় মন গলাবো না। দুর্নীতি দমন কমিশনারের কাছে অভিযোগ করব যাতে আমি আমার সদস্যরা দুর্নীতি বাজদের থেকে মুক্তি পায় এবং আমার সকল সদস্যরা আমার মতো অন্য কেউ নির্যাতিত না হয়।
ঘটনায় দায়ী ব্যক্তির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের আগ পর্যন্ত কমান্ডার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য সংযুক্ত করা হবে। স্থানীয় মানবাধিকার কর্মী ও ভিডিপি অন্য সদস্যদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ রয়েছে; অনেকেই বলছেন যে এমন অভিযোগ হাজারও রয়েছে কিন্তু সমাধান পাওয়া যায়নি আজও। এভাবে চললে ভিডিপি’র নৈতিকতা ও আস্থায় ক্ষতি হতে পারে। কার্যকর তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা না থাকলে সদস্যদের মনোবল ও সংগঠনের সুনাম দুটোই হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করা হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
