সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ড ( জেলেপাড়াপুল )সংলগ্ন নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদে ১০ নভেম্বর সোমবার গভীর রাত আনুমানিক ২.৩০ মিনিটে দুর্বৃত্তদের লাগলো আগুনে আগুন জ্বলে উঠে । এ খবর পেয়ে আগুন নিভাতে স্হানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতায় আগুন নিভানো হয় বলে খবর পাওয়া যায়।
আগুন লাগার এ তথ্য পেয়ে সরেজমিনে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় , নাসিক ৮ নং ওয়ার্ড ঈব্রাহীম নীট গার্মেন্টস ( জেলেপাড়া পুল) সংলগ্ন মেইন সড়কের পাশে স্থাপিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান প্রধান রোকন এর বড় ভাইয়ের স্মরণে গঠিত নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদ কার্যালয়। এ কার্যালয়ে গভীর রাতে নাম না জানা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় । তবে আগুনে কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় কোন দূর্ঘটনা বা ক্ষতি হয়নি। এমনটাই লক্ষ করা যায়। জানা যায়, ঈব্রাহীম নীট গার্মেন্টসের গোডাউনটি নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদের খুবই কাছাকাছি। বড় ধরনের ক্ষতি থেকে এ গুডাউনটি রক্ষা পায়। ঈব্রাহীম নীট গার্মেন্টসের সিকিউরিটির সাথে কথা বলে জানা যায়, ফ্যাক্টরী ম্যানেজার আগুনের কথা জানতে পেরে তৎক্ষনিক হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তারা উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলেন। এই ব্যাপারে তথ্য জানার জন্য ফ্যাক্টরী ম্যানেজার মো: বাদল’কে একাধিক বার তার ফোনে কল করলেও ফোনটি রিসিভ হয়নি। ঘটনার বিষয়ে আইনী সহায়তা কামনায় নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল হাসান প্রধান রোকন সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত নামা ব্যাক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । যার অভিযোগ নং- ৮০৮৪,তারিখ -১১-১১-২৫ইং।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
