মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে মানব চোরাচালানের সময় অভিযান চালিয়ে স্হানীয় দালাল সহ ৭ জনকে আটক করেছে।
গত ১৫নভেম্বর-২৫ তারিখ আনুমানিক সকাল ৬টা ১৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৮৬-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর এর তুলা ক্ষেতের মধ্যে হতে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে গমনকালে দালাল মোঃ তুফান (২৬), পিতা- মোঃ মনিরুল, গ্রাম-বাঘাডাঙ্গা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহ এবং বাংলাদেশী নাগরিক ৫ জন (পুরুষ-১, নাম-দুলালী মন্ডল (৬৭), পিতা- অর্জুন বিশ্বাস, গ্রাম- কালিনগর, পোষ্ট কালিনগর, থানা- মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ এবং নারী-৪জনকে আটক করা হয়। আটককৃত ধুর এবং দালাল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন সকাল আনুমানিক ৭ টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৫২-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে নায়েক মোঃ আহামেদ আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে গমনকালে ০১ জন (পুরুষ, নাম-বিকাশ অধিকারী, পিতা-নিমাই অধিকারী, গ্রাম-অধিকারী বাড়ি, মোল্লাপাড়া, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান নিশ্চিত করেছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
