ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী সুমনকে ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আজ শনিবার ১৫ নভেম্বর দুপুরে কুতুবআইল এলাকার মৃত.আলাউদ্দিনের ছেলে সুমনকে আদালতে প্রেরন করা হয়। এরআগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ি থেকে র্যাবের সহায়তায় ফতুল্লা মডেল থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে।
উল্লেখ যে,ফতুল্লা থানা এলাকার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর ০৯, তারিখঃ (৮/২/২৫), ধারাঃ ১০৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। চাঞ্চল্যকর এই মামলার এজাহারনামীয় ০২ নম্বর আসামিকুতুবআইল এলাকার মৃত.আলাউদ্দিনের ছেলে মোঃ সুমন হোসেন, পিতা: মৃত আলাউদ্দিনকে শুক্রবার ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় কাঠেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকসহ সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব ১১’র একটি আভিযানিক টিম এই অভিযানে সহযোগিতা করে। স্বেচ্ছাসেবক নেতা মামুন হত্যাকান্ড ছাড়াও ডিএমপির যাত্রাবাড়ী থানায় আসামি সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
