ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর ৫৮ বিজিবি মটর সাইকেল সহ মাদক আটক করেছে

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
নভেম্বর ২১, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অদ্য ২০ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৯২৫ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর মাঠপাড়া গ্রামের রাস্তার উপর হতে হাবিলদার মোঃ ইছাব্বর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি মোটরসাইকেলসহ ৫৭বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই দিন ২০ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৫৪৫ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪৩-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মোঃ মানিক মিয়ার ভোট্টা ক্ষেতের মধ্যে হতে হাবিলদার সাইফুল রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া ২০ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৭৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া নামক মাঠে মইদুলের কলাবাগানের পার্শ্বে হতে নায়েক মোঃ সেলিম রায়হন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: